thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

কার্তিকের ব্যাটে দীপিকার চুমু

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:২৩:৪৪
কার্তিকের ব্যাটে দীপিকার চুমু

দ্য রিপোর্ট ডেস্ক : কার্তিকের ব্যাটে ভালোবাসার চুমু এঁকে দিয়েছেন দীপিকা পাল্লিকাল। এ যেনো শোয়েব মালিক-সানিয়া মির্জা জুটির কার্বন কপি। ফারাক শুধু ব্যাট-বলের দিনেশ কার্তিকের পাশে স্কোয়াশ র‌্যাকেট হাতে দীপিকা পাল্লিকাল। দিনেশ-দীপিকা প্রেমপর্ব শোয়েব-সানিয়ার মতো হই-হুল্লোড় নেই। তাদের অভিসার চলেছে একেবারে সংগোপনেই৷ সম্প্রতি সামাজিকভাবে বিষয়টি একসূত্রে গাঁথা পড়েছে; চেন্নাইয়ের তাজ গ্র্যান্ড হোটেলে সুসম্পন্ন হয়েছে বাগদানপর্ব। যতটুকু খবর তাতে বাসরপর্ব ২০১৫ সালের কোন শুভক্ষণে হচ্ছে না।

দুটো আলাদা খেলার তারকাদের মাঠের বাইরে জুটি বাঁধার ঘটনা একটু বিরলই। হকির ভেস পেজের সঙ্গে বাস্কেটবলের জেনিফারের ঘটনা বেশ পুরোনো৷ জ্বালা গুট্টার সঙ্গে আজহারউদ্দিনেন বন্ধুত্ব নিয়ে কিছু দিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল৷ সে সব এখন ধামাচাপা পড়ে গিয়েছে৷ ওসব পেছনে ফেলে এখন বড্ড আলোচনায় দীপিকা ও দিনেশ৷ দীপিকার প্রথম হলেও ব্যক্তি জীবনে ক্রিকেটের পর এটা দ্বিতীয় ইনিংস দিনেশের। কারণ দিনেশের প্রথম বিবাহিত জীবন সুখকর হয়নি৷ নিকিতার সঙ্গে ২০০৭ সালের বিবাহিত জীবনে যবনিকা নেমেছে বছরান্তেই৷

ক্রিকেটে আলোচিত সমালোচিত শেন ওয়ার্ন-লিজ হার্লিদের মতো দীপিকা-দিনেশ জুটি নিজেদের ব্যাপারে টুইটার কিংবা ফেসবুকে ঘটা করে কিছু লিখেননি। তবে সম্পর্ক কিন্তু অনেক পুরানোই। চেন্নাইয়ে একই ফিজিক্যাল ট্রেনারের কাছে ট্রেনিং করতেন তারা৷ পরে অবশ্য দীপিকা আমেরিকায় গিয়েও পাঠ নিয়েছেন৷ তার আগেই যা ঘটনা তা ঘটেছিল।

এ বছরটা অবশ্য মিঞা-বিবির রাস্তা দুদিকে বেঁকেছে৷ দিনেশের শিকে এবারও ছেঁড়েনি দক্ষিণ আফ্রিকা সফরে৷ ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন ঋদ্ধিমান সাহা৷ তবে দুরন্ত সাফল্যের সময় কাটাচ্ছেন দীপিকা৷ ম্যাকাও স্কোয়াশ ওপেন এবং মিডউড ফার্মাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন সদ্য ২২ বসন্ত পার করা দীপিকা৷ আসলে এই মুহূর্তে সানিয়া-সাইনার মতোই স্কোয়াশের সেনসেশন বনে গেছেন ভারতের নাম্বার ওয়ান দীপিকা৷ দেশের একমাত্র মেয়ে স্কোয়াশ খেলোয়াড় হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১০ নাম্বার ঢুকেছেন৷

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর