thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

৫ প্রশ্নে সীমানা

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:৩১:৩১
৫ প্রশ্নে সীমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের আলোচিত অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এক ঘণ্টা ও ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার বর্তমান কাজকর্ম নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে কথা বলেন তিনি।

দ্য রিপোর্ট : কেমন আছেন?

সীমানা : ভালো আছি।

দ্য রিপোর্ট : কি নিয়ে ব্যস্ত?

সীমানা : বর্তমানে ধারাবাহিক নাটকের শুটিং কমে গেছে। তাই এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মের কাজ বেশি করা হচ্ছে। তবে জাহিদ ভাইয়ের (জাহিদ হাসান) সঙ্গে কথা চলছে। তার সঙ্গে ‘জাহিদ হাসান মুশকিল হাসান’ ধারাবাহিকে কাজ করতে পারি। আসলে সিনিয়রদের সঙ্গে আমি অভিনয় করতে আগ্রহী। কাজ শেখা যায়। আর জাহিদ ভাইয়ের সঙ্গে এর আগে অভিনয় করা হয়নি।

দ্য রিপোর্ট : ধারাবাহিক নিয়ে এতো আগ্রহের কারণ কি?

সীমানা : আসলে ডেইলি সোপের শুটিং করতে করতে মজা পেয়ে গেছি। তাই ১৩ বা ২৬ পর্বের ধারাবাহিক কেমন যেন লাগে? এক ঘণ্টার নাটকের বেলায়ও তাই। তবে ভালো গল্প পেলে এক ঘণ্টার নাটকে কাজ করি।

দ্য রিপোর্ট : সম্প্রতি কোন নাটকে কাজ করেছেন?

সীমানা : জাহিদ আকবরের পরিচালনায় ‘পক্ষ প্রতিপক্ষ’ নাটকের শুটিং করলাম। এতে আমার চরিত্রে অনেক বৈচিত্র আছে। লোভ, লালসার কারণে মানুষ যে কত নিচে নামতে পারে, এই নাটকে তাই দেখানো হয়েছে।

দ্য রিপোর্ট : দেশের চলমান পরিস্থিতি নিয়ে কি ভাবছেন?

সীমানা : দেশের অবস্থা খুবই খারাপ। যাই হোক, দেশের ভাল হোক। ছোটবেলায় পড়েছি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এখন তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবশেষে একটা কথাই বলবো আমরা সবাই শান্তি চাই।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর