thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

রাজধানীতে বাসচাপায় মা-মেয়ের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:৪৬:৪৯
রাজধানীতে বাসচাপায় মা-মেয়ের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডার সাদিমহল কমিউনিটি সেন্টারের সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাসচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী তুরাগ পরিবহনের বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মা মাইনুর বেগম (৩২) ও মেয়ে জামিলা আক্তার (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও মেয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় তুরাগ পরিবহনের বাসটি তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে এসিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, তুরাগ পরিবহনের একটি বাস মাইনুর বেগম ও তার মেয়েকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।

জামিলার বাবা জসিম উদ্দিন জানান, তারা বাড্ডার বিআইটি প্রজেক্টের ১১ নং রোডের ৪৬ নম্বর বাসায় থাকেন। তিনি ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইহাট থানার চরদিপুর গ্রামে।

বাড্ডা থানার এসআই সৈয়দ আল মামুন লাশ উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে আনা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর