thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভোমরা পরিদর্শন করলেন ভারতীয় স্থলবন্দর চেয়ারম্যান

২০১৩ অক্টোবর ২২ ১৫:১৪:২৪
ভোমরা পরিদর্শন করলেন ভারতীয় স্থলবন্দর চেয়ারম্যান
সাতক্ষীরা প্রতিনিধি : আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভোমরা স্থলবন্দরের সম্ভাবনা সরেজমিন পরিদর্শন করছেন ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওয়াই এস শাহরাওয়াত।

মঙ্গলবার সকাল ৯টায় পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব ময়েজ উদ্দীন আহমেদ ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের প্রথম সচিব আর মাসাকাই।

ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দর পরিদর্শন করেন। তিনি এ সময় ভোমরা বন্দরের সম্ভাবনা নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ময়েজ উদ্দীন আহমেদ ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। তিনি জানান বন্দরের অবকাঠামো দেখে ভারতীয় অবকাঠামোর সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক বাণিজ্য কীভাবে উন্নয়ন করা যায়, তা সরেজমিন দেখতে এসেছেন তিনি।

ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ভোমরা বন্দরের অবকাঠামো দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ভারত কী কী করলে আন্তর্জাতিক বাণিজ্য প্রসার ঘটানো সম্ভব হবে।

(দিরিপোর্ট২৪/এএস/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর