thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

বংশালে তিন ককটেল বিস্ফোরণ, আটক ১

২০১৩ ডিসেম্বর ০২ ১৯:৫১:৫৪
বংশালে তিন ককটেল বিস্ফোরণ, আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বংশাল থানার রথখোলা মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনী দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তবে আটকের নাম জানা যায় নি। মঙ্গলবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস মিয়া দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ফল বিক্রেতা আবদুল শহিদ জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

(দ্য রিপোর্ট/এস/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর