thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চট্টগ্রামে ৩০ লাখ টাকা ছিনতাই

২০১৩ ডিসেম্বর ০২ ২০:১৫:০৬
চট্টগ্রামে ৩০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম সংবাদদাতা : নগরীর ওয়াসার মোড়ে বিকেল সাড়ে ৪টায় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ দ্য রিপোর্টকে জানান, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ম্যাগজিন ও দুটি কার্তুজ উদ্ধার করেছে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী পারভেজ ও হেলাল দ্য রিপোর্টকে জানান, ওয়াসা মোড়ে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। রিক্সাযোগে আসার পথে মোটরসাইকেলে দুই যুবক এসে অস্ত্রের মুখে তাদের থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমসি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর