thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মহাজোটের বাইরে ঢাকায় ছোট ৫ দলের মনোনয়ন জমা

২০১৩ ডিসেম্বর ০২ ২১:১৮:২৮
মহাজোটের বাইরে ঢাকায় ছোট ৫ দলের মনোনয়ন জমা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকায় মহাজোটের বাইরে পাঁচটি দল প্রার্থী দিয়েছে। দলগুলো হলো- জাতীয় পার্টি (মঞ্জু), নবগঠিত বিএনএফ, ভাসানী ন্যাপ, বাংলাদেশ খেলাফত মজলিস ও তরিকত ফেডারেশন। দলগুলোর কারোরই নবম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নেই।

সোমবার মনোনয়ন ফরম জমার শেষ দিনে প্রার্থীরা ঢাকা রিটার্নি অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে তাদের প্রার্থীতা নিশ্চিত করেন।

ঢাকা আঞ্চলিক রিটার্নি অফিসার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী জানান, ঢাকার ১৮টি আসনের বিপরীতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৯৯জন; জমা দিয়েছেন ৬১জন।

পর্যালোচনা করে দেখা গেছে, পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলটির ছয়জন বিদ্রোহী প্রার্থী। এছাড়া বেশ কয়েকটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৪ দলের শরিকরা।

ঢাকা-৪ এ সানজিদা খাতুন-এমপির আসনে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারি ড. মো: আওলাদ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ আবু হোসেন বাবলা।

ঢাকা-৫ এ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা-এমপির আসনে প্রার্থী হয়েছেন জাসদ ঢাকা মহানগর কমিটির সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) মীর আব্দুস সবুর, জাতীয় পার্টির (মঞ্জু) মো: তুহিনুর রহমান, ভাসানী ন্যাপের মো: আবদুর রশীদ, তরিকত ফেডারেশনের আরজু শাহ সায়দাবাদী।

ঢাকা-৬ এ আওয়ামী লীগের মিজানুর রহমান খান দিপু-এমপির আসনে বিদ্রোহী হিসেবে মো: সাইদুর রহমান সহিদ (শহীদ কমিশনার), জাতীয় পার্টির (এরশাদ) কাজী ফিরোজ রশীদ, ভাসানী ন্যাপের মো: আক্তার হোসেন।

ঢাকা-৭ এ আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিনের আসনে দলের ঢাকা মহানগরীর নেতা হাজী মো: সেলিম, জাতীয় পার্টির (মঞ্জু) মো: আফতাব গনি।

ঢাকা-৮ আসনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপির আসনে জাতীয় পার্টির (এরশাদ) মো: জহুরুল আলম রুবেল, জাতীয় পার্টির (মঞ্জু) আবদুর রহিম।

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী-এমপির আসনে জাতীয় পার্টির (এরশাদ) অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাতীয় পার্টির (মঞ্জু) আব্দুস সামাদ সুজন।

ঢাকা-১০ এ আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস-এমপির আসনে জাতীয় পার্টির (এরশাদ) মো: হেলাল উদ্দিন।

ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের এ কে এম রহমত উল্লাহ-এমপির আসনে জাতীয় পার্টির (মঞ্জু) মো: হারুন উর রশিদ।

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান খান-এমপির আসনে জাতীয় পার্টির (এরশাদ) মো: দেওয়ান আলী।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক- এমপির আসনে জাতীয় পার্টির (এরশাদ) হাজী মো: শফিকুল ইসলাম, জাসদের (ইনু) মো: নাদের চৌধুরী।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মো: আসলামুল হক-এমপির আসনে জাসদের (ইনু) শিরিন আক্তার, জাতীয় পার্টির (এরশাদ) মোস্তাকুর রহমান, জাতীয় পার্টির (মঞ্জু) এম এ কাউয়ুম।

ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার-এমপির আসনে দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ একলাছ উদ্দিন মোল্লাহ, জাসদের (ইনু) সাইফুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) মো: শামসুল হক।

ঢাকা-১৬ আসনে মো: ইলিয়াছ উদ্দিন মোল্লাহ-এমপির আসনে দলের বিদ্রোহী প্রার্থী মো: আমির হোসেন মোল্লা, সর্দার মোহাম্মদ মান্নান, জাতীয় পার্টির (এরশাদ) সুলতান আহমেদ সেলিম, জাতীয় পার্টির (মঞ্জু) মো: মফিজুল হক বেনু, নবগঠিত বিএনএফ-র মো: খালিদ হোসেন।

ঢাকা-১৭ আসনে হুসেইন মো: এরশাদ-এমপির আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আবদুল লতিফ মল্লিক, বাংলাদেশ খেলাফত মজলিসের মীর আজহার উদ্দিন, বিএনএফ-র চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

ঢাকা-১৮ আসনে এডভোকেট সাহারা খাতুন-এমপির আসনে জাসদের (ইনু) এস এম ইদ্রিস আলী, জাতীয় পার্টির (এরশাদ) বাহাউদ্দিন আহম্মেদ ও বিএনএফ-র মো: আতিকুর রহমান নাজিম প্রার্থী হয়েছেন।

এছাড়া প্রতিটি আসনেই একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মনোনয়ন ফরম জমা দিতে সকাল থেকেই প্রার্থীরা সেগুনবাগিচার রিটার্নি অফিসারের কার্যালয়ে হাজির হন। তাদের অনেকেই নির্বাচন কমিশনের বেধে দেওয়া বিধি-নিষেধ লঙ্ঘন করেন। অন্যদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার নির্ধারিত সময়ের প্রায় ৫মিনিট পর রিটার্নি অফিসারের কার্যালয়ে ঢুকে মনোনয়ন ফরম জমা দেন হাজী সেলিম। এ ঘটনায় অনান্য বঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/আরএইচ/ এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর