thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

বগুড়ায় বিএনপির ৩৬ ঘণ্টার হরতাল

২০১৩ ডিসেম্বর ০২ ২১:৪২:১৭
বগুড়ায় বিএনপির ৩৬ ঘণ্টার হরতাল

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বগুড়া জেলা বিএনপি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়য়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তভুক্তি, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়া জেলা এ হরতাল আহবান করেছে।

গত শুক্রবার সকালে ১৮ দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে রবিবার ভোর ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। কিন্তু শনিবার থেকে কেন্দ্রীয়ভাবে তিনদিনের অবরোধের ঘোষণা দেওয়ায় রবিবার ও সোমবারের হরতাল স্থগিত করে জেলা বিএনপির।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের স্থগিতকৃত ৩৬ ঘণ্টার হরতাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এমসি/ডিসম্বের ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর