thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দুই পক্ষকেই ছাড় দেওয়ার আহবান সিইসির

২০১৩ ডিসেম্বর ০২ ২১:৫৩:৫৫
দুই পক্ষকেই ছাড় দেওয়ার আহবান সিইসির

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক সমঝোতায় দুই পক্ষকেই ছাড় দেওয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে রাত সাড়ে ৯টায় বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দুই পক্ষই অনড় থাকলে সমঝোতা হয় না। গণতন্ত্র রক্ষা করতে হলে সমঝোতা, অবশ্যই সমঝোতা করতে হবে।

মনোনয়ন দাখিল শেষ হওয়ার পরও সমঝোতার পথ খোলা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, সবকিছুই সম্ভব। প্রয়োজনে নির্বাচনের তারিখও পেছানো যেতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই নির্বাচন করতে হবে।

তিনি দু-দলকেই জনগণের জন্য সমঝোতার পথে আসার আহবান জানান।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর