thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ভোলায় আবারো পুলিশ-বিএনপি সংর্ঘষ, আটক ৩

২০১৩ ডিসেম্বর ০২ ২১:৫৯:০১
ভোলায় আবারো পুলিশ-বিএনপি সংর্ঘষ, আটক ৩

ভোলা সংবাদদাতা : ১৮ দলের অবরোধের তৃতীয়দিন সোমবার সন্ধ্যা সাতটায় আবারো বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, অবরোধকারীরা দুপুরের ঘটনার পর সন্ধ্যায় আবারো রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় অবরোধকারীরা ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

তিনি আরো জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটায় ভোলা সদর তালুকদার ভবনের সামনে বিএনপিকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ এসে লাটিচার্জ করলে বিএনপি কর্মীরা তিনটি ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংর্ঘষ বাধে। এ সময় বিএনপির দশজন কর্মী আহত হন।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর