thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আন্দোলনের রূপরেখা ইউনাইটেড হাসপাতালে

২০১৩ ডিসেম্বর ০২ ২২:২৩:২৫
আন্দোলনের রূপরেখা ইউনাইটেড হাসপাতালে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে প্রণিত হচ্ছে চলমান সরকার বিরোধী আন্দোলনের নতুন রূপরেখা। হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাফর-মসীহ) চেয়ারম্যান কাজী জাফর আহমদের সঙ্গে বিরোধী নেতারা এ উদ্দেশে সোমবার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক করেছেন।

সোমবার বিকেল থেকে একে একে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ.স.ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন, এন.পি.পির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণফ্রন্ট চেয়ারম্যান মো. জাকির হোসেন, সাবেক এমপি বিএনপি নেতা নূরুল ইসলাম মনি, সাবেক রাষ্ট্রদূত কাজী আনোয়ারুল মাসুদ, পররাষ্ট্র বিভাগের মহাপরিচালক নূরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সৈয়দ সফিউল্লাহ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর সেখানে চলমান সরকার বিরোধী আন্দোলন ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের কৌশল নিয়ে বৈঠক করেন কাজী জাফর, রব, কাদের সিদ্দিকী ও মাহী বি. চৌধুরী। কাজী জাফর মির্জা ফখরুলের সঙ্গে আলোচনার কথাও আগত নেতাদের অবহিত করেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির (জাফর-মসীহ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ দ্য রিপোর্টকে বলেন, ‘পৃথিবীর বহুদেশে আন্দোলনের কৌশল জয়-পরাজয় নির্ধারিত হয়েছে হাসপাতাল থেকে। চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে হাসপাতালে আলোচনা করা তো দোষের কিছু না।’

পরে একে একে হাসপাতালে আসেন জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসীহ, প্রেসিডিয়াম সদস্য ড. এ.টি.এম ফজলে রাব্বী চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহামুদ হাসান, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম আলম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মো. আদেল, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এম.পি, প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ, প্রেসিডিয়াম সদস্য এইচ.এম গোলাম রেজা এম.পি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবদুল মান্নান এম.পি, প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খাঁন এম.পি, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম সানু, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান আনসার আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ও সাবেক এম.পি সিদ্দিকুর রহমান, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এম.পি ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান এন.কে আলম চৌধুরী, সাবেক এম.পি মোক্তার হোসেন, জাতীয় শ্রমিক পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হুদা মামুন, জাতীয় ওলামা পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন, জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন দুলু, পিরোজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুল ওয়াহাব ও খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুর রহমান, আলহাজ্ব সেলিম মাস্টার, সফি উল্লাহ সফি প্রমুখ।

এদিকে কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারি গোলাম মোস্তফা দ্য রিপোর্টকে জানান, ‘কাজী জাফর আহমেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছুদিনের মধ্যেই তিনি হাসপাতাল ছাড়বেন।’

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর