thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মুন্সীগঞ্জে আ’লীগ প্রার্থীর বাড়িতে গুলি

২০১৩ ডিসেম্বর ০২ ২২:৩৬:০১
মুন্সীগঞ্জে আ’লীগ প্রার্থীর বাড়িতে গুলি

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাশের বাসভবনের প্রধান গেট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ছয়টায় তার পৈত্রিক বাড়ি শহরের জমিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, আজ মনোনয়নপত্র দাখিল করার পর বাসায় বসে নেতাকর্মী ও শুভাকাক্ষীদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় হঠাৎ বাসার সামনে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাই। আমার নেতাকর্মীরা বাড়ির বাইরে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, যারা গণতন্ত্র বিরোধী তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে দোষীদের গ্রেফতারের আবেদন জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর