thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঝিনাইদহের অর্ধশত স্কুল

২০১৩ অক্টোবর ২২ ১৫:২৮:৪২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঝিনাইদহের অর্ধশত স্কুল
ঝিনাইদহসংবাদদাতা : ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ঝিনাইদহের অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার ছয় উপজেলার ৪০৭ বিদ্যালয়ের মধ্যে ৫১টিতে প্রধান শিক্ষক নেই।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতি থেকে পাওয়া তথ্যানুযায়ী, ছয় উপজেলায় ৪০৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সদর উপজেলায় ৬, কালীগঞ্জে ৮, মহেশপুরে ১৫, শৈলকূপায় ১৫, হরিণাকুণ্ডুতে ৬ ও কোটচাঁদপুরে ১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব প্রতিষ্ঠানে বছরের পর বছর সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন।

ঝিনাইদহ সদরের বংকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি চার বছর ধরে শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক আকলিমা খাতুন। শিক্ষক-সংকটে থাকা এ বিদ্যালয়ে পাঁচ শিক্ষকের জায়গায় আছেন তিনজন।একজন ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিয়ে দাফতরিক কাজে ব্যস্ত থাকেন। বাকি দুজন শিক্ষককে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে।

কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষক খায়রুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ কারণে বিদ্যালয়ে পাঠদান থেকে শুরু করে সবক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার ভৌমিক জানান, ঝিনাইদহে সম্প্রতি ২২ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন যোগদান করেননি। এখন যেসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই, সেগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এএস/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর