thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

মুক্ত হলেন জাবি’র দুই উপ-উপাচার্য

২০১৩ ডিসেম্বর ০২ ২৩:২৪:২০
মুক্ত হলেন জাবি’র দুই উপ-উপাচার্য

জাবি সংবাদদাতা : দীর্ঘ ১৩দিন পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপচার্য অধ্যাপক এম এ মতিন ও অধ্যাপক আফসার আহমেদ। সোমবার রাত নয়টার দিকে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারি ঐক্য ফোরাম অবরোধ তুলে নিলে তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান।

এদিকে ঐক্য ফোরাম রেজিস্ট্রার ভবন থেকে সরে গিয়ে ভিসি’র বাসভবনের সামনে অবস্থান নিয়েছে।

উল্লেখ, ১৪ দিনের ছুটি শেষে সোমবার বিকেলে ক্যাম্পাসে আসেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। এ ব্যাপারে ঐক্য ফোরামের সদস্য সচিব কামরুল আহসান দ্য রিপোর্টকে বলেন, উপচার্য ফিরে আসায় আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে উপাচার্য পদত্যাগ ও উপাচার্য প্যানেল নির্বাচন না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসব না।

(দ্য রিপোর্ট/এএস/ডব্লিউএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর