thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন

২০১৩ ডিসেম্বর ০৩ ০১:২১:৫২
নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন

নারায়ণগঞ্জ সংবাদাদাতা : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় তিনটি তুলার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিপুল পরিমাণ তুলা ও তুলা তৈরির মেশিন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড়ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটায় সামাদ এন্টারপ্রাইজের তুলা তৈরির ওপেনার মেশিনের অগ্নিস্ফূলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত। এরপর মেরিনা এন্টারপ্রাইজ ও নূরজাহান এন্টারপ্রাইজের তুলার কারখানায় ছড়িয়ে পড়ে। এসব কারখানায় গার্মেন্ট ঝুট থেকে তুলা তৈরি করা হয়।

আগুন দ্রুত এসব কারখানা ও কারখানাগুলোর তুলার গুদামে ছড়িয়ে পড়ে। ফলে বিপুল পরিমাণ তুলা ও তিনটি তুল তৈরির মেশিন সম্পূর্ণ পুড়ে যায়। কয়েকটি মেশিন আংশিক ক্ষতিগ্রস্ত হয়।এতে প্রায় ৭০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। নারায়ণগঞ্জের ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার ব্রিগেড এর চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

(দ্য রিপোর্ট/টিএএ/এপি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর