thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

ঢাবি ‘ক’ ইউনিটের বিষয় নির্ধারণ শুরু

২০১৩ ডিসেম্বর ০৩ ০১:৩৯:৪৪
ঢাবি ‘ক’ ইউনিটের বিষয় নির্ধারণ শুরু

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ২০১৩-১৪ সালের ক-ইউনিটের বিভাগগুলোতে অনলাইনে ভর্তির বিষয় নির্বাচন ফরম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এক থেকে ১০ হাজার মেধাক্রমধারীরা দুই থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে তাদের বিভাগ পছন্দ ফরম পূরণ করে সাবমিট করতে পারবেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক-ইউনিটের ডিন অধ্যাপক ইউসুফ আলী মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ফলাফল পুনঃনিরীক্ষণে আগ্রহীদের ৫০০ টাকা পুনঃনিরীক্ষণ ফি জনতা ব্যাংক ঢাবি শাখায় জমা দিয়ে বিজ্ঞান অনুষদের ডিন বরাবর দরখাস্ত লিখে আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

আর ফলাফল বাতিলের কারণ/অনুপস্থিতি ইত্যাদি জানতে চাইলে আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে ‘ডিন বিজ্ঞান অনুষদ এবং সমন্বয়কারী ক-ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৩-১৪’ বরাবর দরখাস্ত লিখে বিজ্ঞান অনুষদের ডিনের অফিসে জমা দিতে হবে। তবে এজন্য কোনো ফি দিতে হবে না। এ সংক্রান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর ডিন অফিসে প্রকাশ করা হবে।

কোটায় ভর্তি হতে ইচ্ছুকদের আগামী ৫ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত কোটা ফরম পূরণ করে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।

(দ্য রিপোর্ট/জেডএইচ/এপি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর