thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৩ ডিসেম্বর ০৩ ০৮:৩৫:৫৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শ্রীঘাট-যৌখালী সেতুর পশ্চিমপাশে মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি সবজিবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের ধলু শেখের ছেলে সাইদুল শেখ (৫০), একই উপজেলার বৈলপুর গ্রামের মৃত হাবিব শেখের ছেলে মোস্তফা শেখ(৫০) ও পিরোজপুরের পোরগোলা গ্রামের হানিফ শেখ (৩০)।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের এসআই অবনীচন্দ্র দাস দ্য রিপোর্টকে জানান, সবজি নিয়ে পিকআপটি খুলনা থেকে মোড়েলগঞ্জে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় তিনজন নিহত ও তিনজন আহত হন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এআর/এপি/এএস/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর