thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাড্ডায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৩ ০৯:০৭:০১
বাড্ডায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ব্যবসায়িক কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন (২৮) নামে একজন খুন হয়েছেন। তিনি মেরুল বাড্ডার আনন্দনগরে ইট-বালুর ব্যবসা করতেন।

ফারুক হোসেনের সহকর্মী আবদুল গণি শেখ জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা আফতাবনগর পানির পাম্পের পাশে ব্যবসায়ী প্রতিপক্ষরা তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টায় মারা যান।

ফারুক হোসেনের বড় ভাই মো. নয়ন হোসেন জানান, তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকদি গ্রামে। তার বাবার নাম মৃত আবদুল মান্নান।

বাড্ডা থানার পরিদর্শক ইকবাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, ব্যবসায়িক কোন্দলের জের ধরে রাজু ও শাওন খুনের ঘটনা ঘটিয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর