thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘খালেদা জিয়ার প্রস্তাব অবাস্তব অগ্রহণযোগ্য’

২০১৩ অক্টোবর ২২ ১৫:৫৮:৩০
‘খালেদা জিয়ার প্রস্তাব অবাস্তব অগ্রহণযোগ্য’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার অন্তর্বর্তী সরকারের প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। এ প্রস্তাব সাংবিধানিক কাঠামোতে বাস্তবায়নযোগ্য নয়।’

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘খালেদা জিয়ার প্রস্তাব উত্থাপনের পরও সংলাপের পথ খোলা আছে। সমাধানযোগ্য সমঝোতার জায়গা আছে।’

তিনি এ সময় বিরোধী দলের নেতাকে আবারও সংলাপে বসার আহবান জানান। মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিয়ে যত রকমই প্রস্তাব আসুক, আমরা তা নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছি।’


সোমবার বিরোধী দলের নেতার দেওয়া প্রস্তাবের সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদা জিয়া কার্যত দুই দলের অন্তর্বর্তী দলবাজির সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। কারণ ১৯৯৬ ও ২০০১ সালের যে দুটি তত্ত্বাবধায়ক সরকারের কথা তিনি বলেছেন, তার গঠন, উপদেষ্টাদের ভূমিকা ও নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। ১৯৯৬ সালের নির্বাচনের পর খালেদা জিয়া বলেছিলেন, ‘সূক্ষ্ম কারচুপি নয়, পুকুরচুরি করা হয়েছে।’ আর ২০০১ সালের নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন, ‘সালসা নির্বাচন।’

ইনু দাবি করেন, বিরোধী দলের নেতা সে সময় বিতর্কিত উপদেষ্টাদের নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করছেন।

খালেদা জিয়া তার বক্তব্যে যত্নবান ও মনোযোগী ছিলেন না উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, ওই দুই তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টার মধ্যে দুজন ছিলেন দুই সরকারেই। বাকি থাকে ১৮ জন। এর মধ্যে চারজন মারা গেছেন। বাকি দুজন বলেছেন, তারা যাবেন না। বাকি ১২ জনের মধ্যে অনেকে বয়সের ভারে ন্যুব্জ। তার মানে তিনি যেনতেনভাবে একটি প্রস্তাব দিয়েছেন, যা বাস্তবায়নযোগ্য নয়।

আপনার এ বক্তব্য সরকারের কিনা - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে তিনি এ বক্তব্য দিয়েছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর