thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

সাতক্ষীরায় সংঘর্ষ, দুই শিবিরকর্মী নিহত

২০১৩ ডিসেম্বর ০৩ ০৯:৪৩:০০
সাতক্ষীরায় সংঘর্ষ, দুই শিবিরকর্মী নিহত

সাতক্ষীরা সংবাদদাতা : ১৮ দলের অবরোধের চতুর্থদিন সাতক্ষীরার দেবহাটার সখিপুরে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে দুই শিবিরকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন-চারজন। নিহতরা হলেন হোসেন আলী (১৭) ও আরিজুল ইসালম (২০)। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী দেবহাটা উপজেলার গাজীরহাট আতাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আরিজুল ইসলাম (২০) একই উপজেলার সবেদ আলীর ছেলে।

দেবহাটা উপজেলা জামায়াতের আমির আসদুজ্জামান মুকুল শিবিরের দুই কর্মী নিহত হওয়ার দাবি করেন।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, রাস্তায় গাছ ফেলে এবং বালি ও মাটি দিয়ে সড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবির। রাস্তা পরিষ্কার করতে বিজিবি যৌথভাবে কাজ শুরু করে। এ সময় জামায়াত-শিবির তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। হ্যান্ড মাইকে পুলিশ ও বিজিবিকে সরে যাওয়ার জন্য বলে জামায়াত-শিবির। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান ও সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, জামায়াত-শিবির তাদের ওপর আক্রমণ করলে তারা আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ নিহত হয়েছেন কি না তা নিশ্চিত করতে পারেননি।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর