thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

অবরোধে স্বাভাবিক সচিবালয়

২০১৩ ডিসেম্বর ০৩ ১০:৪১:৩৮
অবরোধে স্বাভাবিক সচিবালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের কোন প্রভাব পড়েনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকাণ্ডে। মঙ্গলবার সচিবালয় ও এর আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়েনি। সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে যথারীতি যানবাহন চলাচল করছে।

নির্বাচনকালীন পুনর্গঠিত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় সচিবালয়ের কাজেকর্মে প্রাণচাঞ্চল্য নেই। সোমবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নির্বাচনী এলাকায় যান। তাদের অনেকই এখনো ফেরেননি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে উপস্থিত হন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

দর্শনার্থী উপস্থিতি অনেক কম। লিফটগুলোর সামনে লোকজনের তেমন ভিড় নেই। কর্মকর্তাদের অনেকেই অফিসে আসতে অফিসের গাড়ি ব্যবহার করেননি। তাই গড়ি পার্কিংয়ের স্থানগুলো ফাঁকা পড়ে আছে।

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গত শনিবার থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পরে সোমবার এ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর