thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

২০১৩ ডিসেম্বর ০৩ ১১:৪৩:০৫
ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ের তালবাড়িয়া এলাকায় রেললাইনের ২০০ ফুট পাটাতন তুলে ফেলে অবরোধকারীরা। তবে এক ঘণ্টার মধ্যেই লাইন সংস্কার করে ট্রেল চলাচলের উপযোগী করেন রেলকর্মীরা। ঘটনাটি ঘটে ১৮ দলের অবরোধের চতুর্থদিন মঙ্গলবার ভোর রাতে।

১৮ দলের কর্মীরা মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটায়। তবে ট্রেন আসার আগেই বিষয়টি রেলকর্মীদের দৃষ্টিগোচর হওয়ায় সকাল ৮টা থেকেই রিপিয়ারিং কাজ শুরু হয়। এক ঘণ্টার মধ্যেই লাইন সংস্কার করে ট্রেল চলাচলের উপযোগী করেন রেলকর্মীরা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অবরোধকারীরা রেললাইন উপড়ে ফেলে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।

স্টেশন মাস্টার শামসুল ইসলাম জানান, মিরসরাইয়ে দুর্বৃত্তরা ২০০ ফুট রেললাইন খুলে ফেলে। বিষয়টি আগেই টের পাওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেলচলাচল স্বভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর