thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

২০১৩ ডিসেম্বর ০৩ ১৩:২৩:৪৯
বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ডুনেডিনে সিরিজের প্রথম টেস্টে দিন শেষে চালকের আসনে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩ উইকেটে ৩৬৭ রান সংগ্রহ করেছে তারা।

টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া সফরকারী বোলাররা সুবিধা করতে পারেননি। পিটার ফুলটন ও হামিশ রাদারফোর্ডের ওপেনিং জুটিটি ৯৫ রানে থামিয়েছেন শেন শিলিংফোর্ড। ৬২ রানে আউট হয়েছেন রাদারফোর্ড। তৃতীয় উইকেটে ব্যাটিং করতে আসা অ্যারন রেডমন্ডকে ২০ রানের বেশি করতে দেননি টিনো বেস্ট। দলীয় ১১৭ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৬১ রানে ড্যারেন স্যামির বলে এডওয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন ওপেনার ফুলটন।

১৮৫ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রস টেইলর ও ব্রান্ডন ম্যাককুলামের জোড়া সেঞ্চুরির কল্যাণে ৩৬৭ রানের বড় সংগ্রহ নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। টেইলর ১০৩ ও ম্যাককুলাম ১০৯ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টিনো বেস্ট, ড্যারেন স্যামি ও শেন শিলিংফোর্ড একটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৭/৩(টেইলর ১০৩*, ম্যাককুলাম ১০৯*, বেস্ট ১/৮৭, স্যামি ১/৬৮, শিলিংফোর্ড ১/৮৮)

(দ্য রিপোর্ট/এমআই/এইচকে/ডিসেম্বর ৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর