thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

কুমিল্লায় গাড়িতে আগুন, আটক ১

২০১৩ ডিসেম্বর ০৩ ১৩:৪০:০৩
কুমিল্লায় গাড়িতে আগুন, আটক ১

কুমিল্লা সংবাদদাতা : অবরোধের চতুর্থ দিন মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসায় পুলিশ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ আমিনুল ইসলাম (৩৫) নামে এক শিবিরকর্মীকে আটক করে।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী দ্য রিপোর্টকে জানান, সকালে অবরোধকারীরা বাতিসা এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করা হয়। তখন পুলিশকে লক্ষ করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

এদিকে সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছায় আবরোধকারীরা সিএনজি চালিত দু’টি অটোরিকশা ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/জেপি/এসবি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর