thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাকায় ব্যাচেলরদের বাসা ছাড়ার নির্দেশ দেয়নি ডিএমপি

২০১৩ ডিসেম্বর ০৩ ১৩:৪৬:২৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকায় ব্যাচেলরদের বাসা ছাড়ার কোনো নির্দেশ দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, সম্প্রতি ফেসবুকে ডিএমপি ঢাকায় ব্যাচেলরদের বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে- এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়ে। একটি অনলাইন নিউজ পোর্টালেও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

মনিরুল ইসলাম আরো বলেন, নগরীর কয়েকটি মেস থেকে ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এছাড়া বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। তাই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিছু কিছু জায়গায় পুলিশের বিশেষ নজরদারি রাখতে হয়। পুলিশের নজরদারির মধ্যে মেস ও ভাড়া বাসাগুলোও রয়েছে। তবে ডিএমপির তরফ ব্যাচেলরদের বাসা ছাড়ার ব্যাপারে কোনো দেও্য়া হয়নি।

(দ্য রিপোর্ট/কেজেএন/কেএন/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর