thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘বিরোধী দলীয় নেতাকে রক্ষা করতে পারবো না’

২০১৩ ডিসেম্বর ০৩ ১৩:৫৭:৪৮
‘বিরোধী দলীয় নেতাকে রক্ষা করতে পারবো না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আর বেশিদিন নেই, যখন মানুষের ক্ষোভ ও ঘৃণার আগুন ফুঁসে উঠবে। তখন আর বিরোধী দলীয় নেতাকে রক্ষা করতে পারবো না।’

সোমবার ট্রাকচালকরা বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করার কর্মসূচি প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ট্রাকচালকরা বিরোধী দলীয় নেতার বাড়ি ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দিয়েছে। কারণ তাদের মনে ক্ষোভের আগুন জ্বলছে, স্বজন-সহকর্মীকে আগুনে পুড়ে মেরে ফেলার আগুন জ্বলছে।’

সেই ক্ষোভের আগুন থেকে বিরোধী দলীয় নেতাকে বাঁচাতেই পুলিশ ট্রাকচালকদের বাড়ি ঘেরাও করতে বাধা দিয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অবরোধ কর্মসূচির নামে মানুষকে পুড়িয়ে মারছেন, সন্ত্রাস-নৈরাজ্য করে রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ করছে। এসব কর্মকাণ্ড দেখে মানুষ ক্ষোভ ও ঘৃণার আগুনে ফুঁসে উঠছে।’

বিরোধী দলীয় নেতাকে ‘সন্ত্রাসের নেতা’ আখ্যায়িত করে তিনি বলেন, ব্যবসায়ী সংগঠনের নেতারা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখা করেননি। এটা করে উনি গার্মেন্টস শিল্পে যে সহিংসতা চলছে তা স্বীকার করে নিয়েছেন।

‘সমঝোতা হলে তফসিল পেছানো হবে’ নির্বাচন কমিশনের এমন বক্তব্য উল্লেখ করে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলেছেন, প্রধান দুই দলের মধ্যে সমঝোতা হলে নির্বাচনের তফসিল পেছানো হবে। তাই এখনো সময় আছে, নির্বাচনে আসার ঘোষণা দেন।’

এ সময় বিরোধী দলকে সর্তক করে তিনি আরও বলেন, ‘আর সাড়া না দিয়ে এসি রুমে বসে থাকলে, নির্বাচন হয়ে গেলে, নির্বাচনের সময় শেষ হয়ে গেলে কিছু করার থাকবে না।’

(দ্য রিপোর্ট/এইউএ/ডিসেম্বর ৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর