thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘কোথাও অবরোধ হচ্ছে না’

২০১৩ ডিসেম্বর ০৩ ১৪:০৩:২৯
‘কোথাও অবরোধ হচ্ছে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের কোথাও অবরোধ হচ্ছে না বলে দাবি করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, জনগণ তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। কলকারখানা, যানবাহন, অফিস আদালত সবই স্বাভাবিক নিয়মে চলছে। বিএনপি শুধু আতঙ্ক সৃষ্টি করে সাধারণ মানুষকে ঘরে আটকে রাখার চেষ্টা করেছে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল-অবরোধের নামে দু’একটা বাস পুড়িয়ে, মানুষ হত্যা করে নির্বাচন বানচাল কারা যাবে না। তারা সহিংসতার আড়ালে যুদ্ধাপরাধীদের বাচানোর চেষ্টা করছে। কোন অপশক্তিই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিরোধী দল যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, জানমালের ক্ষতিসাধন করছে তাতে সাধারণ জনগণই বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের সহিংস কর্মকাণ্ডকে প্রতিহত করবে।

নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষের মনে নির্বাচনের হাওয়া বইছে, দলের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে গেছে। তারা নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিরোধী দলের নাশকতার জবাব দিতে মাঠে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর