thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টাঙ্গাইলে আ.লীগের দুই নেতার বাড়িতে হামলা

২০১৩ ডিসেম্বর ০৩ ১৫:১৫:২৫
টাঙ্গাইলে আ.লীগের দুই নেতার বাড়িতে হামলা

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা ৮-১০টি দোকানও ভাঙচুর করে।

গোপালপুর আওয়ামী লীগ নেতা ফরিদ ও সাইফুলের বাসায় মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ফরিদ মিয়ার স্ত্রী ও শিশু সন্তানসহ তিনজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত।

গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর