thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বিশ্বের ধনী রাজনীতিবিদের তালিকায় সোনিয়া গান্ধী

২০১৩ ডিসেম্বর ০৩ ১৫:৩৬:৫০
বিশ্বের ধনী রাজনীতিবিদের তালিকায় সোনিয়া গান্ধী

দ্য রিপোর্ট ডেস্ক : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিশ্বের ধনী রাজনীতিবিদের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। এ তালিকায় তিনি ১২তম অবস্থানে আছেন। তার মোট সম্পদের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার। হাফিংটন পোস্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোনিয়ার সম্পদের পরিমাণ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, ওমানের সুলতান কাবুস বিন সাইদ ও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের ধনী রাজনীতিবিদের তালিকায় শীর্ষ অবস্থানে আছেন রুশ প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদেভ। তার মোট সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার। ৩০ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল অতুল্যতেজ। এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ব্রুনেই এর সুলতান তালিকায় তৃতীয় অবস্থানে আছেন। তার মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন ডলার।

বিশ্বের ধনী নেতারা তালিকায় মধ্যপ্রাচ্যের নেতারাই প্রাধান্য পেয়েছে বলে হাফিংটনের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: ডন নিউজ।

(দ্য রিপোর্ট/কেএন/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর