thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সিরাজগঞ্জে আদিবাসীর লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:০৫:৫৯
সিরাজগঞ্জে আদিবাসীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার তাড়াশ উপজেলার কুশাইকোল গ্রামে সুভাষ চন্দ্র নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক দ্য রিপোর্টকে জানান, অতিরিক্ত মদপান করে মাতাল অবস্থায় ডোবার মধে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সুভাষ নিয়মিত মদপান করতো। সোমবার রাতে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ডোবায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর