thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চাটমোহরে শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:০৯:৩০
চাটমোহরে শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার চান্দামারার কাঁঠাল বাগান থেকে গোলজার হোসেন (৩৫) নামের এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, মঙ্গলবার দুপুরে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

গোলজার হোসেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

স্ত্রীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

এস আই রুহুল আমিন বলেন, শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএইচএম/এফএস/এসবি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর