thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

উ. কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস-চেয়ারম্যান বহিস্কার

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:১৯:০৮
উ. কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস-চেয়ারম্যান বহিস্কার

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস-চেয়ারম্যান চ্যাং স্যাংকে বহিষ্কার করা হয়েছে।

চ্যাংকে দেশটির রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করা হত। তিনি দেশটির সাবেক নেতা কিম জং ইলের বোনকে বিয়ে করেছেন।

পর্ববেক্ষণদের ধারণা, কিন জং উনের ওপর তার ব্যাপক প্রভাব ছিল। ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং উন। তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ দিতেন চ্যাং।

দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা গোপন গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চ্যাংকে বহিষ্কারের খবর জানিয়েছে।

চ্যাংয়ের সঙ্গে তার দুই ঘনিষ্ঠ সহযোগীকেও দুর্নীতির দায়ে বহিষ্কার করা হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর