thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আইএসআইয়ের দেওয়া প্রস্তাব দিয়েছেন খালেদা : কামরুল

২০১৩ অক্টোবর ২২ ১৭:০৯:৪১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
আইএসআইয়ের দেওয়া প্রস্তাব দিয়েছেন খালেদা : কামরুল
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার সম্পর্কে প্রধান বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রস্তাবকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্সের (আইএসআই) দেওয়া প্রস্তাব বলে উল্লেখ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

খলেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনারও কোন সুযোগ নেই বলে জানান তিনি।

আইন প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া আইএসআইয়ের প্রস্তাব অনুযায়ী যুদ্ধাংদেহী মনোভাব দেখাচ্ছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে অনুযায়ী নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি। কিন্তু যদি কেউ হানাহানির পথ বেছে নেয় আমরা বসে না থেকে তা প্রতিহত করব।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি যদি হানাহানির পথ বেছে নেয় তা হলে আমরা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিহত করব। কোনো ছাড় দেব না।

কামরুল বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোন আলোচনা হবে না। সংবিধানে যে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী আলোচনা হবে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামাল আহমেদ মজুমদার, হাজী সেলিম, শাহ আলম মুরাদ প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আমান/এমএআর/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর