thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, খুলনায় নতুন ডিসি

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:৩২:৩৪
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, খুলনায় নতুন ডিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার বিভাগীয় কমিশনার এএন শামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিল্লার রহমান। অপরদিকে আইডিটিফিকেশন স্টিটেম ফর এনহেনসিং এক্সসেস সার্ভিসেস শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আনিস মাহমুদকে খুলনায় জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিনার এএন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার নির্বাচন কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে ঢাকার বিভাগীয় কমিশনার ও খুলনার জেলা প্রশাসককে বদলির নির্দেশনা দিয়েছিলো।

(দ্য রিপোর্ট২৪/আরএমএম/এইচএস/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর