thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

বুধবার সিলেটের বিশ্বনাথে হরতাল

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:২০:০০
বুধবার সিলেটের বিশ্বনাথে হরতাল

সিলেট সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিএনপি-জামায়াতের সাত ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এক আদেশে তাদের বরখাস্ত করে।

সাত চেয়ারম্যান বরখাস্তের প্রতিবাদের মঙ্গলবার বিকেলে মিছিল সমাবেশ করে ১৮ দলীয় জোট। সমাবেশে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন উপজেলা বিএনপির দফতর সম্পাদক বশির আহমদ।

ফৌজদারি মামলায় আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই সাত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে।

বরখাস্তরা হলেন- বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজীর চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারীর লিলু মিয়া, খাজাঞ্চীর নিজাম উদ্দিন সিদ্দিকী, দৌলতপুরের আব্বাছ আলী, দেওকলসের চেয়ারম্যান তাহিদ মিয়া ও দশঘরের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের কারণে আন্দোলন করতে গিয়ে ২০১২ সালের ২৩ এপ্রিল পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ এবং উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর