thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

কক্সবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১৫

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:৪৫:৪২
কক্সবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১৫

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার শহরে অবরোধের পক্ষে জামায়াত-শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় কর্মীরা। জামায়াতকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কমপক্ষে ১৫ কর্মী আহত হয়। মঙ্গলবার দুপুর ২ টায় কক্সবাজার শহরের টেকপাড়াস্থ কালু দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার শহরের ফজল মাকের্ট এলাকা থেকে জামায়াত-শিবির একটি মিছিল বের করে কালু দোকান এলাকা পর‌্যন্ত নিয়ে যায়। ওখানে এক সমাবেশ শেষে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৪/৫ টি ককটেল বিস্ফোরণ করে। পুলিশ এসময় ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। মুহুর্তের মধ্যে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার শহরে ছাত্রশিবিরের সভাপতি আনম হারুন জানিয়েছেন, এ ঘটনায় আবদুর রহিম, রুবেল, শাহীন, শফিকসহ শিবিরের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ বিনা কারণে মিছিলে গুলি করেছে বলে দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/এসএএম/এমসি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর