thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্বাচনী তফসিল বাতিলের দাবি জেএসডির

২০১৩ ডিসেম্বর ০৩ ১৭:০২:১৭
নির্বাচনী তফসিল বাতিলের দাবি জেএসডির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে তা এরতরফা ও প্রহসনমূলক হবে বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তাই দলটির নেতৃবৃন্দ নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানিয়েছেন।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে উদ্দেশে করে বলেন, ‘দেশ বাঁচাতে অবিলম্বে একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন। মহাজোটের বাইরে কোন দলই এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেনি। এ থেকে বুঝা যায় এ নির্বাচনে জনগণ সংশ্লিষ্ট হবে না।’

নেতৃবৃন্দ বলেন, ‘নির্বাচন নিয়ে উত্তরোত্তর জ্বালাও-পোড়াও, সহিংসতা ও জীবননাশ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এমতাবস্থায় ক্ষমতায় থাকা বা যাওয়ার জন্য আগুনে পুড়িয়ে নরমেধ যজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে।’

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর