thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

এবার অবরোধের বলি সত্তার

২০১৩ ডিসেম্বর ০৩ ১৭:৫২:৫৯
এবার অবরোধের বলি সত্তার

পটুয়াখালী সংবাদদাতা : অবরোধের আগুনে এবার বলি হলেন পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকার মাওলানা আবদুস সত্তার (৭০)। অগ্নিদগ্ধ হওয়ার ৫৮ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

মাওলানা আবদুস সত্তার পটুয়াখালীর পাঙ্গাশিয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।

নিহত সত্তারের ভাগ্নে মো. রেজাউল হোসেন দ্য রিপোর্টকে জানান, সত্তারের শরীরের ৬৮ ভাগ দগ্ধ হওয়ায় তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

ঘটনার সত্যতা স্বীকার করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, নিহতের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩০ নভেম্বর রাত ১০টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর দরবার শরীফ এলাকায় অবরোধকারীরা একটি অটোরিকশায় আগুন দেয়। ওই সময় মাওলানা আবদুস সত্তারসহ আরো তিনজন যাত্রী দগ্ধ হন। আবদুস সত্তারের অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর