thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আন্দোলন দুর্বল করতে সরকার গুজব ছড়াচ্ছে : ফখরুল

২০১৩ ডিসেম্বর ০৩ ১৮:৪৪:৫২
আন্দোলন দুর্বল করতে সরকার গুজব ছড়াচ্ছে : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন দুর্বল করতে সরকার ও তার এজেন্টরা নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘প্রহসনের একতরফা নির্বাচন প্রতিহত করতে যখন জনগণ রাস্তায় নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলছে তখন এই আন্দোলনকে দুর্বল করতে সরকার ও তাদের এজেন্টরা নানা অপপ্রচার চালাচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পদত্যাগের সংবাদটি গুজব আখ্যায়িত করে মঙ্গলবার বিকেলে অজ্ঞাতস্থান থেকে তিনি এ বিবৃতিটি দেন।

একইসঙ্গে বর্তমান সংকট নিরসনে ঘোষিত তফসিল স্থগিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘একতরফা নির্বাচন প্রতিহতের আন্দোলনে ইতোমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন কখনও বৃথা যাবে না। জনগণের বিজয় অর্জিত হবেই।’

পর্দার অন্তরালে সংলাপ চলছে বলে সরকারের মন্ত্রীদের দাবি নাকচ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, এই অনৈতিক ও বেআইনি সরকার কোনো সমঝোতা চায় না। সমঝোতার বিষয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করতে তারা কথিত সংলাপের কথা বলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’

চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে একতরফা নির্বাচন প্রতিহত করতে জনগণ রাস্তায় নেমে এসেছে। এতে প্রমাণিত হয়েছে, মানুষ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। অথচ সরকার ও নির্বাচন কমিশন একতরফা নির্বাচন অনুষ্ঠানের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’

(দ্য রিপোর্ট/ টিএস-এমএইচ/ এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর