thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘জাতি আজ কারারুদ্ধ’

২০১৩ ডিসেম্বর ০৩ ১৯:০২:৩১
‘জাতি আজ কারারুদ্ধ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা জাতি আজ কারারুদ্ধ, বিপন্ন মানচিত্র, অবরুদ্ধ গণতন্ত্র।’ নির্দলীয় সরকারের দাবি আদায়ে চলমান অবরোধের চতুর্থ দিন মঙ্গলবার বিকেলে দলটির যুগ্ম-মহাসচিব সার্বিক চিত্র তুলে ধরে এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘একদলীয় প্রহসনের নির্বাচনে তথাকথিত মনোনয়নপত্র দাখিলের মহড়া হয়ে গেল। একদলীয় স্বৈরশাসন চিরস্থায়ী করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও প্রযোজনায় এই নাটক মঞ্চস্থ হয়েছে।’

সালাহউদ্দিন বলেন, ‘সমগ্র দেশবাসী অবাক দৃষ্টিতে দেখছে গণতন্ত্রের শবযাত্রা। ইতোমধ্যে অবৈধ মহাজোট সরকারের প্রধান অংশীদার হুসেইন মুহম্মদ এরশাদের দল নির্বাচনের পরিবেশ না থাকায় তা বর্জনের ঘোষণা দিয়েছেন।’

যুগ্ম-মহাসচিব বলেন, ‘বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দ্বীপরাষ্ট্র নয়। জাতিসংঘসহ সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমাজ সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বললেও সরকার তা আমলে নিচ্ছে না। ফলে আমরা বিশ্ব ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে মগের মুল্লুকে পরিনত হতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘গণবিচ্ছিন্ন ও জনরোষে পড়া সরকার নিজেকে রক্ষা করার জন্য দলীয় সন্ত্রাসী ও পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আন্দোলনকারী জনতার ওপর দেশব্যাপী জঘন্য হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতিদিন শহীদের কাতারে অসংখ্য নাম যুক্ত হচ্ছে। রাজপথে লাশের মিছিল বাড়ছে।’

বিএনপির মুখপাত্র আরো বলেন, ‘সারা বাংলার মানুষ আজ পুলিশ রিমান্ডে আছে। দেশটা পুলিশি রাষ্ট্রে পরিনত হয়েছে। রাষ্ট্রের সকল অঙ্গ সরকারের সেবাদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুতরাং রাষ্ট্রের ভারসাম্যহীনতা ও নৈরাজ্যের জন্য সরকার দায়ী থাকবে।’

‘আওয়ামী লীগ ও তার দোসররা জনগণের ভোটের অধিকার বুলেটের মাধ্যমে কেড়ে নিতে চায়। নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে জনতার আন্দোলনকে স্তব্ধ করা যায় না। এটাই পৃথিবীর ইতিহাস’- বিবৃতিতে এভাবে সরকারকে সতর্ক করেন তিনি।

সালাহউদ্দিন বিবৃতিতে দেশবাসীকে বিপন্ন গণতন্ত্র ও মানচিত্রকে রক্ষার জন্য নিরন্তর সংগ্রামের আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী স্বৈরতন্ত্রের বালির বাঁধ গণআন্দোলনের উত্তাল জোয়ারে ভেসে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী জনতার বিজয় আসন্ন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএআর/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর