thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মান্না দে স্মরণে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান

২০১৩ ডিসেম্বর ০৩ ১৯:৩৫:১৫
মান্না দে স্মরণে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান

দ্য রিপোর্ট ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী প্রয়াত মান্না দে স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। সঙ্গীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনা শেষে প্রয়াত শিল্পী মান্না দে স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পীরা। শিল্পী সুজিত মোস্তফা পরিবেশন করবেন ‘আমায় আকাশ বলল’ এবং ‘কি দেখলে তুমি আমাতে’। মামুন জাহিদ খানের কণ্ঠে ‘সজনী গো যদি এলে’ এবং ‘শুধু একদিন ভালবাসা’, মো. মফিজুর রহমানের কণ্ঠে ‘দ্বীপ ছিল শিখা ছিল’ এবং ‘ও আমার মন যমুনা’, স্মরণের কণ্ঠে ‘ও চাঁদ সামলে রেখো’ এবং ‘কে তুমি তন্দ্রা হরণী’, সুমন চৌধুরীর কণ্ঠে ‘তুমি অনেক যত্ন করে’ এবং ‘জরোয়ার ঝুমকো থেকে’, তানজিনা রুমার কণ্ঠে ‘কতদিন দেখিনি তোমায়’ এবং ‘এই কুলে আমি আর ঐ কুলে তুমি’, মৌটুসীর কণ্ঠে ‘ঠিকানা না রেখে ভালই করেছ’ এবং ‘আমার বলার কিছু ছিলনা’, রফিকুল আলমের কণ্ঠে ‘সুন্দরী গো দোহাই তোমার’ এবং ‘ললিতা গো’, তিমির নন্দী কণ্ঠে ‘এতো রাগ নয়’ এবং তপন চৌধুরীর কণ্ঠে ‘পৌষের কাছাকাছি’ গানগুলো দর্শক-শ্রোতাদের জন্য পরিবেশিত হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর