thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

উভয় মার্কেটে সূচক ঊর্ধ্বমুখী

২০১৩ অক্টোবর ২২ ১৭:৫১:৩৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
উভয় মার্কেটে সূচক ঊর্ধ্বমুখী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। উভয় বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, ১৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। সোমবারের চেয়ে যা ২১ কোটি টাকা বেশি। ওইদিন ১৬৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

এ দিন লেনদেন বাড়ার পাশাপাশি সূচকও বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮১৪ পয়েন্টে।

সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে মঙ্গলবার ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ২৪৮টির দাম বেড়েছে, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

লেনদেনে শীর্ষে ছিল আরগন ডেনিমস। এ প্রতিষ্ঠানের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বিএসসিসিএল, বিডি বিল্ডিং, মেঘনা সিমেন্ট, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো প্রভৃতি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮০৮ পয়েন্টে।

তবে সোমবারের মতো আজও ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এ স্টক এক্সচেঞ্জে।

সিএসইতে হাতবদল হওয়া ২০১ প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/ এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর