thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কুমিল্লায় দুই লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৩ ২১:০৪:১২
কুমিল্লায় দুই লাশ উদ্ধার

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি ও হোমনায় মঙ্গলবার দুটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার দ্য রিপোর্টকে জানান, সকালে হোমনা উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের একটি জমি থেকে অজ্ঞাত এক মহিলার (৪৫) লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার বিকেল ৩টায় দাউদকান্দি টোলপ্লাজার দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত বাড়িতে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/জেপি/এইচএস/এমএআর/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর