thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

জাপা’র না ঘোষণায় গরু জবাই

২০১৩ ডিসেম্বর ০৩ ২১:০৯:১৩
জাপা’র না ঘোষণায় গরু জবাই

রংপুর সংবাদদাতা : নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করায় গরু জবাই দিয়েছে রংপুর জেলা জাতীয় পার্টি।

জানা গেছে, আসন্ন এই সংসদ নির্বাচনে সব দল না আসায় ও নির্বাচনের পরিবেশ না থাকায় জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ ঘোষণা শোনার পর পরই রংপুর জাতীয় পার্টি ও সাধারণ মানুষ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জেলা জাপার সভাপতি আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা দলের চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ধন্যবাদ জানান। পরে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে একটি গরু জবাই দেওয়া হয়।

এ সময় রাঙ্গা বলেন, দেশ আজ ধ্বংসের মুখে অবস্থান করছে। আমাদের চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাই রংপুরবাসীর পক্ষ থেকে শুকরিয়া আদায় করে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর নামে এই গরু জবাই দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই সবদল নির্বাচনে না এলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। সবদল নির্বাচনে আসলে ও দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরাও নির্বাচনে আসবো।

এসময় দলের বিভিন্নস্তরের নেতাকর্মী ও উৎসুক জনতা দলটির কার্যালয়ের সামনে উপস্থিত ছিল।

(দ্য রিপোর্ট/একেজেএইচ/এমএইচও/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর