thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পার্লামেন্টে টিকে গেল ইউক্রেনের সরকার

২০১৩ ডিসেম্বর ০৩ ২২:০৩:৫৮
পার্লামেন্টে টিকে গেল ইউক্রেনের সরকার

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের পার্লামেন্টে টিকে গেল মাইকোলা আজারভের সরকার। অনাস্থা ভোটে বিরোধীদের পরাজয়ের পর দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সরকার বহাল থাকার ঘোষণা দেন। খবর আলজাজিরা ও বিবিসির।

সরকারের বিপক্ষে অনাস্থা প্রস্তাব পাসের জন্য ২২৬টি ভোটের দরকার ছিল। কিন্তু পার্লামেন্টে সরকারের বিপক্ষে পড়েছে ১৮৬টি ভোট।

তবে কিয়েভের পার্লামেন্টে সরকার টিকে গেলেও বিক্ষোভকারীরা এখনও ঘরে ফিরে যায়নি। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি না করার প্রতিবাদে দেশটির জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামে। সপ্তাহব্যাপী এ আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত দুশ জন আহত হয়েছে।

মঙ্গলবার পার্লামেন্টে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল হয়। বিরোধীরা সরকারদলীয়দের উদ্দেশ্য করে ‘লজ্জা’ ও ‘বিপ্লব’ বলে চিৎকার করে।

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর