thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আ’লীগের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক বুধবার

২০১৩ ডিসেম্বর ০৩ ২২:৪৫:২০
আ’লীগের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৪টায়। যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গণভবনে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বুধবারের বৈঠকের বিষয়টি জানান যোগাযোগমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, জাতীয় পার্টি জেপির সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, মজিবুল হক ফকির, ড. হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাতীয় পার্টি (জাপা) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/ডিসেম্বর ০৩,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর