thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ইউক্রেনে বিক্ষোভকারীদের উপর হামলার নিন্দা ন্যাটোর

২০১৩ ডিসেম্বর ০৪ ০৩:০৬:২৩
ইউক্রেনে বিক্ষোভকারীদের উপর হামলার নিন্দা ন্যাটোর

দ্য রিপোর্ট ডেস্ক : ন্যাটো অর্ন্তভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে বিক্ষোভকারীদের উপর ‘অতিরিক্তি শক্তি প্রয়োগ’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে তারা এই অভিযোগ করেন। খবর বিবিসির।

এক বিবৃতিতে ওই নেতারা ইউক্রেনকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহবান জানিয়েছে। একই সঙ্গে তারা মতপ্রকাশের স্বাধীনতা এবং অ্যাসেম্বলির মর্যাদা বজায় রাখার আহবানও জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘জনগণের কন্ঠস্বর শোনার জন্য’ ইউক্রেনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমরা সকল পক্ষকে শান্ত থাকার আহবান জানাচ্ছি। কেননা, আধুনিক ইউরোপে সহিংসতার কোন স্থান নেই।

হাজার হাজার মানুষ মঙ্গলবার কিয়েভে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে। ওই দিন সন্ধ্যায়ও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনী ব্যবহারের জন্য পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন।

গত সপ্তাহ থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি না করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে এই বিক্ষোভ শুরু হয়।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর