thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঝিকরগাছায় মিরাজ খুনের আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

২০১৩ ডিসেম্বর ০৪ ০৩:২২:৩৭
ঝিকরগাছায় মিরাজ খুনের আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

যশোর সংবাদদাতা : ঝিকরগাছার স্কুলছাত্র মিরাজের হত্যাকারী সন্দেহে আটক মিলন, রুবেল, মামুনসহ চারজনের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি লক্ষ্মীপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাদের বসতবাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা লাউজানি লক্ষ্মীপুর এলাকার মিলন, রুবেল, মামুনসহ চারজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর তারা ওইসব বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে ঝিকরগাছা থেকে দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা জানাতে পারেননি দমকল বাহিনীর ডিউটি অফিসার রেজাউল ইসলাম।

তিনি জানান, ঘরে কী ধরনের মালামাল ছিল তা জানা যায়নি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলেন। আগুনে কারো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

উল্লেখ্য, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিয়াজুল ইসলাম ২০ নভেম্বর লাউজানি স্কুল মাঠ থেকে অপহরণ হয়। ২৩ নভেম্বর যশোর সদরের নারাঙ্গালি গ্রামের একটি খালের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

এরপর র‌্যাব-৬ যশোর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৭ নভেম্বর লাউজানি এলাকার মিলন, মহসিন রেজা শাহিন, রুবেল ও সোহাগ লক্ষ্মীপুর এলাকার মামুন চৌধুরী মুকুল, রিফিউজিপাড়ার মতিউর এবং জয়কৃষ্ণপুর এলাকার আক্তারুলকে আটক করে।

নিহত মিরাজ ঝিকরগাছার লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের একমাত্র ছেলে।

(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/ডিসেম্বর ০৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর