thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

দিল্লির অ্যাসেম্বলি নির্বাচন বুধবার

২০১৩ ডিসেম্বর ০৪ ০৩:৩৯:৫৫
দিল্লির অ্যাসেম্বলি নির্বাচন বুধবার

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে বুধবার অ্যাসেম্বলি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১ কোটি ২০ লাখ ভোটার দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটি নির্ধারণ করবে। খবর দ্য ইন্ডিয়ান টাইমসের।

তবে এবারে নির্বাচন অন্য সময়গুলোর চেয়ে ভিন্ন। কারণ ধারণা করা হয় দিল্লির অ্যাসেম্বলি নির্বাচনে যে দল ভাল করে তারাই শেষপর্যন্ত সাধারণ নির্বাচনে জয়লাভ করে। তাই এই নির্বাচনে কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে দিল্লির অ্যাসেম্বলি নির্বাচনে কংগ্রসের হয়ে লড়বে বর্তমান মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। আর বিজেপির পক্ষে লড়বেন ভিজেন্দ্র গুপ্ত, অন্যদিকে আম আদমি পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরবিন্দ কেজরিওয়াল।

উল্লেখ্য, দিল্লিতে মোট ৭০টি আসন রয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর