thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খেলাফত মজলিস মহাসচিবের পদ স্থগিত

২০১৩ ডিসেম্বর ০৪ ০৩:৪৬:০২
খেলাফত মজলিস মহাসচিবের পদ স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে হুমায়ন কবিরের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদ থেকে স্থগিত করা হয়েছে।

দলটির আমির প্রিন্সিপাল হাবিবুর রহমান গঠনতন্ত্রের ৩২/১ ধারা অনুযায়ী হুমায়ন কবিরের মহাসচিব পদ স্থগিত ঘোষণা করেন।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ ব্যাপারে হুমায়ন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিবৃতিতে হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন। আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের নাম ব্যবহার করে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএ/এসবি/এনডিএস/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর